২০২০ – ২০২১ খ্রিঃ শিক্ষা বর্ষে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি (IHT)-তে ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ থাকে যে সরকারি/বেসরকারি ইনষ্টিটিউটে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীর জন্য অনলাইনে আবেদন বাধ্যতামূলক।
MATS/IHT admission Circular 2020-21
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
মহাখালী, ঢাকা-১২১২
www.dghs.gov.bd
স্মারক নং-অধিঃ/চিঃসহায়/ ম্যাটস-আইএইচটি-ভর্তি/২০২০-২০২১/ ৪৩২ তারিখঃ ১৫-১০-২০২০খ্রি
ভর্তি বিজ্ঞপ্তি
বিষয় ২০২০ – ২০২১ খ্রিঃ শিক্ষা বর্ষে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি (IHT)-তে ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ থাকে যে সরকারি/বেসরকারি ইনষ্টিটিউটে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীর জন্য অনলাইনে আবেদন বাধ্যতামূলক।
২০২০-২০২১ খ্রি: শিক্ষা বর্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীন বাগেরহাট, কুষ্টিয়া, নোয়াখালী, সিরাজগঞ্জ, টাংগাইল, কুমিল্লা, ফরিদপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, টুঙ্গিপাড়া গােপালগঞ্জ ও নওগাঁয় অবস্থিত ১১ টি মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS)-এ ৩ (তিন) বৎসর মেয়াদী কোর্স + ০১ (এক) বৎসর ইন্টার্নশীপ সহ ডিপ্লোমা কোর্স এবং ১৫ টি ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি (IHT) ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ঝিনাইদহ, সিলেট, শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি- পিরাজগঞ্জ, সাতক্ষীরা, শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজী-জামালপুর, টুঙ্গিপাড়া-গােপালগঞ্জ, গাজীপুর, কাশিয়ানী-গােপালগঞ্জ ও জয়পুরহাট-এ ৩ (তিন) বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনােলজি কোর্সের বিভিন্ন অনুষদে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য নিমবর্ণিত শর্তাবলীসহ দরখাস্ত আহবান করা হচ্ছে।
০১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
০২. ভর্তির যোগ্যতায় ২০১৬ খ্রি: থেকে ২০২০ খ্রি: পর্যন্ত এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান
০৩. বিভাগে জীববিজ্ঞান সহ উত্তীর্ণ ন্যুনতম জিপিএ ২.৫ প্রাপ্ত হতে হবে। যে সকল প্রার্থী 0-Level বা বিদেশ থেকে পাশ করেছেন তাদের ২০০০/- টাকার পে-অর্ডার জমা প্রদান করে পরিচালক, চিকিত্সা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন এর কাছ থেকে Equivalence Certificate ও ID Code সংগ্রহ করতে হবে। এটা ছাড়া ফরম পূরন করা যাবে না। বিভাগীয় (Departmental) প্রার্থীরা পূর্বেই পরিচালক, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর কাছ থেকে ID Code সংগ্রহ করবেন।
- On line এ আবেদন করার শুরুর তারিখ ২১/১০/২০২০ সকাল ১০ ঘটিকা। আবেদন করার শেষ তারিখ ২২/১১/২০২০ রাত ১১-৫৯ মিঃ।
০৫, ভর্তির আবেদন ভর্তির জন্য সাময়িক ভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং অপেক্ষমাণ তালিকা একই সাথে প্রকাশ করা হবে। ০৮. ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্ ঘব MATS/IHT এর অধ্যক্ষের দপ্তর হতে জানা যাবে।
০৬, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনােনীত ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
০৭.ভর্তির নির্বাচন পদ্ধতি পরবর্তীতে কোভিড পরিস্থিতি বিবেচনা পূর্বক SMS এবং ওয়েব সাইট এর মাধ্যমে জানানাে হবে। ফি ৭০০/- টাকা। (প্রি-পেইড টেলিটকের মাধ্যমে)
০৯. স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট (www.dghs.gov.bd) /টেলিটক বাংলাদেশ লিঃ হতে বিস্তারিত তথ্য জানা যাবে।
অধ্যাপক ডাঃ একেএম, আহসান হাবিব।
পরিচালক, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
ফোনঃ-+৮৮৪৮৮১১২০০, Email: medicaledu313@gmail.com
২য় পাতা
অনুলিপি জ্ঞাতার্থে কার্যার্থে (জেষ্ঠ্যতার ক্রমানুসারে নহে)
১. মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। (দৃষ্টি আকর্ষনঃ মাননীয় মন্ত্রী মহােদয়ের একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)।
২. সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। (দৃষ্টি আকর্ষনঃ সচিব মহােদয়ের একান্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা)।
৩. সচিব, মুক্তিযােদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। (দৃষ্টি আকর্ষনঃ সচিব মহােদয়ের একান্ত সচিব, মুক্তিযােদ্ধা বিষয়ক মন্ত্রণালয়)। ৪, সচিব, পার্বত্য জেলা বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
(দৃষ্টি আকর্ষনঃ সচিব মহােদয়ের একান্ত সচিব, পার্বত্য জেলা বিষয়ক মন্ত্রণালয়)।
৫, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা (দৃষ্টি আকর্ষন-সহকারী পরিচালক, সমন্বয়)। অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৭. যুগ্ম-সচিব (চিশিজ), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢকা। ৮. পরিচালক (এমআইএস), স্বাস্থ্য অধিদপ্তর , মহাখালী, ঢাকা। বিজ্ঞপ্তিটি স্বাস্থ্য অধিগপ্তরের ওয়েব সাইট-এ প্রচার করার জন্য অনুরোধ করা গেল
৯. উপ-পরিচালক, প্রশাসন/এমএ/এমই/এইচএমডি, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
১০. অধ্যক্ষ, ইনষ্টিটিউট অব হেলথ টেকনােলজী ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ঝিনাইদহ, সিলেট, শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি সিরাজগঞ্জ, সাতক্ষীরা, শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনােলঞ্জী জামালপুর, টুঙ্গিপাড়া-গােপালগঞ্জ, গাজীপুর, কাশিয়ানী-গােপালগঞ্জ ও জয়পুরহাট।
১১. অধ্যক্ষ, ম্যাটস বাগেরহাট, কুষ্টিয়া, নােয়াখালী, সিরাজগঞ্জ, টাংগাইল, কুমিল্লা, ফরিদপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ ও নওগী।
১২. সচিব, বাংলাদেশ রাষ্ট্ৰীয় চিকিত্সা অনুষদ, ২০৩ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরনী (৮৬- বিজয় নগর), ঢাকা।
১৩. সচিব, ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ, রাহাত টাওয়ার (৫ম তলা), পশ্চিম বাংলামটর, ঢাকা।
১৪. অফিস নথি
অধ্যাপক ডাঃ একেএম আহসান হাবিব।
পরিচালক,
I5/10/2020
চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ফোনঃ-+৮৮৪৮৮১১২০০,
Email: medicaledu313@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
মহাখালী, ঢাকা-১২১২
www.dghs.gov.bd
স্মারক নং-আশিঅধি/চিসহায্যাটিস-আইএইচটি-ভর্তি/২০২০-২০২১/ ৩১ তারিখঃ-১৮১০-২০২০ খ্রি:
ভর্তি বিজ্ঞপ্তি
বিষয় ২০২০ – ২০২১ খ্রি: শিক্ষা বর্ষে মেন্দ্রিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS) ও ইনষ্টিটিউট অব হেলথ টেকনােলজি (IHT)-তে ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি। প্রকাশ থাকে যে সরকারি বেসরকারি ইনষ্টিটিউটে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীর জন্য অনদাইনে আবেদন বাধ্যতামূলক।
২০২০-২০২১ খ্রি: শিক্ষা বর্ষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীন বাগেরহাট, কুষ্টিয়া, নােয়াখালী, সিরাজগঞ্জ, টাংগাইল, কুমিল্লা, ফরিদপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, টুঙ্গিপাড়া গােপালগঞ্জ ও নওগাঁয় অবস্থিত ১১ টি মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং ভুল (MATS)-এ ৩ (তিন) বৎসর মেয়াদী কোর্স + ০১ (এক) বৎসর ইন্টার্মশীপ সহ ডিপ্লোমা কোর্স এবং ১৫টি ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি (IHT) ঢাকা, রাজশাহী, বগুড়া, চাট্টগ্রাম, বরিশাল, রংপুর, ঝিনাইদহ, সিলেট, শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি- সিরাজগঞ্জ, সাতক্ষীরা, শেখ হাসিনা ইনস্টিটিউট অব থে টেকনোলজী-জামালপুর, টুঙ্গিপাড়া-গােপালগঞ্জ, গাজীপুর, কাশিয়ানী-গােপালগঞ্জ ও জয়পুরহাট-এ ৩ (তিন) বসর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনােলজি কোর্সের বিভিন্ন অনুষদে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য নিম্নবর্ণিত শর্তাবলীসহ দরখান্ত আহবান করা হচ্ছে।
০১. প্রার্থীকে অবশ্যই সূত্রে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
০২. ভর্তির যোগ্যতাঃ ২০১৬ থেকে ২০২০ খ্রিঃ সনে এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ এবং নুন্যতম জিপিএ ২.৫ (পয়েন্ট) প্রাপ্ত হতে হবে। জীববিজ্ঞান বিষয় হিসাকে অবশ্যই থাকতে হবে।
০৩. যে সকল প্রার্থী 0-Level বা বিদেশ থেকে পাশ করেছেন তাদেরকে Director, Medical Education এর কাছ থেকে ২০০০/- টাকার পে-অর্ডার দিয়ে Equivalence Certificate ও ID Code সংগ্রহ করতে হবে। এটা ছাড়া ফরম পূরণ করা যাবে না। বিভাগীয় প্রার্থীরা পূর্বেই Director, Medical Education এর কাছ থেকে ID Code সংগ্রহ করবেন।
০৪. ভর্তির দরখাস্ত শুধুমাত্র On line এ করতে হবে। সরাসরি কোন দরখান্ত গ্রহণ করা হবে না। On lirne এ আবেদন করার শুরুর তারিখ ২১/১০/২০২০ সকাল ১০ ঘটিকায়। আবেদন করার শেষ তারিখ ২২/১১/২০২০ রাত ১১-৫৯ মিঃ। প্রবেশ পত্র ডাউনলােড এবং ভর্তি নির্বাচন পদ্ধতি পরবর্তীতে SMS এবং On tare এর মাধ্যমে জানানাে হবে।
৫. যে কোন একটি সেন্টারে পরীক্ষা দেওয়ার এবং MATS/IHT এর মধ্যে সর্বোচ্চ ৬টি কোডে পছন্দক্রমানুসারে আবেদন করা যাবে। একই SMS-এ ম্যাটস এবং আই এইচ,টি উভয় প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন গৃহীত হবে। সেন্টার কোড (ছক-১) এবং IHT/MATS এ ভর্তি কোডের জন্য (ছক-২ ও ছক-৩) ব্যবহার করতে হবে। কোটায় ভর্তির ক্ষেত্রে একাধিক কোটার দাবিদার হলে কমা (,) দিয়ে পর পর লিখতে হবে।
৬. ভর্তির আবেদন ফি ৭০০/- টাকা।
SMS করার জন্য কোড সমুহঃ ক-১: পরীক্ষার সেন্টার (যে কোন একটি)
IHT | Coda | MATS | Code |
Dhaiia IHT | 8t | Bagerhai | 91 |
Raishabi IHT | 82 | Kushtia | 92 |
Bogura IHT | 83 | Noakhali | 93 |
Cha1tOgtBf0 T | 84 | Sirajgong | 94 |
Barishal IHT | 85 | Tangail | 95 |
Rangpur IHT | 86 | Cumilla | 96 |
Jhenaidah IHT | 87 | Faridpur | 97 |
Sylhet IHT | 88 |
ছকঃ Quota
Freedom Fithiet | FF |
Tribal | TR |
২ নং ছকঃ IHT Subjects (কোড সমূহ)
Subjects | ||||||||
Laboratory | Radiography | Physiology | Dentistry | Pharmacy | Radiotherapy | OTA | IN | |
Dhaka | 111 | 112 | 113 | 114 | 115 | 116 | 117 | 118 |
Rajshahi | 121 | 122 | 123 | 124 | 125 | 126 | – | – |
Bogura | 131 | 132 | 133 | 134 | 135 | 136 | – | – |
Chattogram | 141 | 142 | 143 | 144 | 145 | 146 | – | – |
Barisal | 151 | 152 | 153 | 154 | 155 | 156 | – | – |
Rangpur | 161 | 162 | 163 | 164 | 165 | 166 | – | – |
Jhenaidah | 171 | 172 | 173 | 174 | 175 | 176 | ||
Sylhed | 181 | 182 | 183 | 184 | 185 | – | – | – |
Sirajganj | 191 | – | – | – | 195 | – | – | – |
Satkhira | 201 | 202 | – | – | – | – | – | – |
Jamalpur | 211 | 212 | – | 214 | 215 | – | – | – |
Tungipara,Gopalganj | – | – | – | – | 225 | – | – | – |
Gazipur | 231 | – | – | – | 235 | – | – | – |
Kashiani, Gopalgonj | 241 | – | – | – | 245 | – | – | – |
Joypurhat | 251 | – | – | – | 255 | – | – | – |
Example: i24: IHT- Rajshahi: Dentistry , 172: IHT-Jhenaidah: Radiography etc.
3 নং ছকঃ MATS (কোড সমূহ)
Bagerhat | Kushtia | Noakhali | Serajgang | Tangail | Comilla | Faridpur | Jhenaidah | Satl0iira | Tongipan | Naogaon |
511 | 512 | 513 | 5t4 | 515 | 516 | 517 | 518 | 519 | 320 | 521 |
ছকঃ8: Division (স্ব-স্ব Division Code লিখতে হবে)
Dhaka | Chottogram | Rajshahi | khulna | Barisal | Sylhed | Rangpur | Mymensingh |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
১১ টি ম্যাটস্ এর মোট আসন সংখ্যাঃ
ম্যাটস্ | মেধা ভিত্তিক | বিভাগীয় আসন | পার্বত্য উপজাতি | মুক্তি যোদ্ধা | মোট আসন |
Bagerhat MATS | ৭৫ | ৭৫ | ১ | ১ | ১৫২ |
Kushtia MATS | ৫০ | ৫০ | ১ | ১ | ১০২ |
Noakhali MATS | ৫০ | ৫০ | ১ | ১ | ১০২ |
Sirajganj MATS | ৫০ | ৫০ | ১ | ১ | ১০২ |
Tangail MATS | ৫০ | ৫০ | ১ | ১ | ১০২ |
Cuniüla MATS | ২৫ | ২৫ | ১ | ১ | ৫২ |
Faridpur MATS | ৫০ | ৫০ | ১ | ১ | ১০২ |
Jhenaidah MATS | ২৫ | ২৫ | ১ | ১ | ৫২ |
SaMira MATS | ২৫ | ২৫ | ১ | ১ | ৫২ |
Tongípara MATA | ২৫ | ২৫ | ১ | ১ | ৫২ |
Naogaon MATS | ২৫ | ২৫ | ১ | ১ | ৫২ |
প্রশাসনিক বিভাগীয় (Divisional) কোটার ক্ষেত্রে প্রতিটি ম্যাটসে ১৫ % আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে বিভাগীয় (Division) কোটা বা মহিলা সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা হতে ঐ আপনগুলি পূরন করা হবে। উপজাতি কোটার ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা একই হবে। উপজাতীয় প্রার্থীতার স্বপক্ষে গােত্র প্রধান ও জেলা প্রশাসক কর্তৃক সাক্ষরিত সনদপত্র ভর্তির সময় জমা দিতে হবে।
১৫টি IHT-তে মােট আসন সংখ্যা: ৩১০০
IHT | Subjects | ||||||||||
Laboratory | Radiology | Píiysiotfierapy | Dentistry | Plieimacy | Radiotherapy | OTA | ICA | Freedom.Fighters | Tribal | TOTAL | |
Dhaka | 50 | 50 | 50 | 50 | 50 | 20 | 25 | 25 | 5 | 2 | 327 |
Rajshahi | 50 | 50 | 50 | 50 | 50 | 20 | 5 | 2 | 277 | ||
Bogura | 65 | 55 | 55 | 50 | 55 | 20 | 5 | 2 | 307 | ||
Chattogram | 50 | 50 | 50 | 50 | 50 | 20 | 5 | 2 | 277 | ||
Barisal | 50 | 50 | 50 | 50 | 50 | 20 | 5 | 2 | 277 | ||
Rangpur | 50 | 50 | 50 | 50 | 50 | 20 | 5 | 2 | 277 | ||
Jhenaidah | 50 | 50 | 50 | 50 | 50 | 20 | 5 | 2 | 277 | ||
Sylhed | 50 | 50 | 50 | 50 | 50 | 5 | 2 | 257 | |||
Sirajganj | 50 | 50 | 2 | 1 | 103 | ||||||
Satkhira | 50 | 50 | 2 | 1 | 103 | ||||||
Jamalpur | 50 | 50 | 50 | 50 | 4 | 2 | 206 | ||||
Tungipara,Gopalganj | 50 | 50 | 2 | 1 | 103 | ||||||
Gazipur | 50 | 50 | 2 | 1 | 103 | ||||||
Kashiani, Gopalgonj | 50 | 50 | 2 | 1 | 103 | ||||||
Joypurhat | 50 | 50 | 2 | 1 | 103 |
IHT তে বর্ণিত অনুষদের মােট সাধারণ আসন সংখ্যার ৭০% জাতীয় মেধার ভিস্তিতে, বাকী ৩০% ৮টি প্রশাসনিক বিভাগের (Division) জনসংখ্যার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। বিভাগীয় (Divisional) প্রার্থীদের কোটার দাবীর ক্ষেত্রে প্রার্থীগণকে আবেদন পত্রে উল্লেখিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা মেয়রের স্বাক্ষরিত সনদপত্র ভর্তির সময় দাখিল করতে হবে।
০৯. SMS এবং on line এ আবেদন করার পদ্ধতিঃ একজ্ন আবেদনকারী MATS এবং IHT মিলিয়ে সর্বোচ্চ ০৬ টি পর্যন্ত পছন্দ দিতে পারবে। আবেদন করার পূর্বে এই তথ্যগুলি লিখে হাতের কাছে নিয়ে বসতে হবে। কোন ভুল হলে শােধরানাের উপায় থাকবে না: (১) SSC পরীক্ষার বোর্ড, রােল, পরীক্ষার বছর; (২) যে কেন্দ্রে পরীক্ষা দিতে চায় তার কোড (ছক-১); (৩) IHT + Subject কোড (হক-২); (৪) MATS এর কোড (ছক-৩); (৫) প্রার্থীর লাে যে বিভাগে (Division) তার কোড (ছক-৪) (৬) প্রার্থীকে একটি মােবাইল নম্বর নিয়ে বসতে হবে যা তার কাছে ভর্তি শেষ হওয়া পর্যন্ত থাকবে।
প্রিপেইড টেলিটকের SMS এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া ও
1″ SMS:
(ক) সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য
প্রিপেইড টেলিটকের মেসেজ অপশনে গিয়ে DGHS नিখে, স্পেস দিয়ে SSC Board লিখে, Roll লিখে, Passing Year লিখে, স্পেস দিয়ে choice1,choice2,— (পছন্দের ক্রমানুসারে ছক-২ ও দুক-এ । MATS /IHT যে কোনটি আগে হতে পারে। example:513,122,133,516….. তে পারে।) স্পেস দিয়ে div code (ছক-৪) স্পেস দিয়ে quota code (ক-৫) FF বা TR অথবা দুইটি একসাথে FFTR লিখে Send করতে হবে 16222 নম্বরে। (* বাের্ড ঢাকা DHA, DIN, SYL, RAJ, JES, BAR, CUM, CHO, TEC, MAD.. )
উদাহরণঃ DGHS<>DHA<>231423<>2017<>145,513,175,515<>l<>FF and send to 16222
(খ) 0-Level প্রার্থীদের জন্য
DGHS OLVID NUMBER<>choicel, choice2, choice3…<>div.codec>quota and send to 16222 EXAMPLE : DGHS<>OLV<>1001<>145,513,175,515<>l<>FF & send to 16222
যে সকল বিভাগীয় প্রার্থী (Departmental candidate) (ভর্তি পরীক্ষা দেবে) ( প্রার্থীদের SSC তে Biology থাকতে হবে)।
(গ) DGHS<>DEP<>ID NUMBER<>choice1 choice2…odiv.code<>quota and send to 16222 EXAMPLE : DGHS<>DEP<>1001145,513,175,515<>FF & send to 16222 ফিরতি SMS টি এ রকম (সকল প্রার্থীর জন্য )
Name, Your PIN is 23874576 Inst.choice-Mats:Noakhali & Ctg. Pharmacy, Div (Sylhet) & TK 700 will be charged.
2nd SMS (সকল প্রার্থীর জন্য)
পুনরায় প্রিপেইড টেলিটকের মেসেজ অপশনে গিয়ে DGHS লিখে, স্পেস দিয়ে YES লিখে, ফিরতি মেসেজে পাওয়া PIN নম্বর লিখে স্পেস দিয়ে, পরীক্ষা কেন্দ্রের কোড (ছক-১) স্পেস দিয়ে Contact mobile number (যে নম্বরটি সবসময় প্রার্থীর সংগে থাকবে এবং যাহাতে প্রয়ােজনীয় SMS পাঠানাে হবে) লিখে 16222 নম্বরে send করতে হবে।
১০. To pay type DGHS<>YESopin_no>exam_centre (Table-1)<>contact_no and send to 16222.
উদাহরণঃ DGHSYES523874576<>85<>0172 xxxxxxx (যে কোন মােবাইল অপারেটর) and send to 16222 REPLY: CONGRATS! Name, Fee received successfully for IHT & MATS. Exam center: Barishal IHT.User name (PDFGJEIT), Password (70180345). Admit card, ছবি ও বাক্ষর upload এর জন্য http: //dghs.teletalk.com.bd website এ প্রবেশ করতে হবে। প্রবেশ পত্র ডাউনলােড এর এর তারিখ: SMS এবং online এর যাধ্যমে পরবর্তীতে জানানাে হবে।
১১. (১) প্রার্থী ফি জমাদানের পর প্রবেশ পত্র প্রাপ্তির জন্য http://dghs.teletalk.com.bd এ ব্রাউজ করবেন। MATS & IHT এ্যাডমিশন অপশনে ক্লিক করলে প্রার্থী স্ব স্ব ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে প্রার্থীর তথ্য প্রদর্শিত হবে এবং ছবি ও স্বাক্ষর আপলােড এর অপশন পাওয়া যাবে।
(3) Photo & Signature upload: (পরবর্তীতে SMS এবং on line এর মাধ্যমে জানানাে হবে) Photo (দৈর্ঘ্য প্রস্থ) 300 x 300 pixel এবং এই ছবির ফাইল সাইজ ১০০ KB এর বেশী বাঞ্চনীয় নয়। সাদা কালাে ছবি গহণযােগ্য নহে। Signature ক্ষেত্রে (দৈর্ঘ্য x প্রস্থ) ৩০০ x ৮০ pixel এবং ফাইল সাইজ 60 KB এর বেশী বাঞ্চনীয় নয়। নির্ভুল ভাবে সাবমিট করলে প্রার্থীর ছবি, স্বাক্ষর ও কেন্দ্রের নাম সম্বলিত প্রবেশপত্র ডাউনলােড করতে পারবেন। প্রবেশ পত্রঃ প্রবেশ পত্র ডাউনলােড এর এর তারিখ: SMS এবং on line এর মাধ্যমে পরবর্তীতে আনানাে হবে।
(User name, Password আলাদা কাগজে লিখে সংরক্ষণ করতে হবে)।
১২. IHT এর প্রতিটি অনুষদে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় (Divisional/ Departmental) প্রার্থীদের বেলায় মহিলাদের জন্য নূন্যতম ৩০% আসন সংরক্ষিত থাকবে। তবে এ ক্ষেত্রে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারন মেধা তালিকা হতে আসন পুরन করা হবে।
১৩. ঢাকা, খাজশাহী ও বগুড়া আই এইচ,টিতে প্রতিটি অনুষদে ০২ (দুই) জন করে বিদেশী ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ার সুযােগ থাকবে এক্ষেত্রে আবেদন করার পূর্বেই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে নম্বর সমতার সনদপত্র সংগ্রহ করতে হবে।
১৪. ক) সকল অনুষদে চাকুরীরত বিভাগীয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীর জন্য ১০% আসন সংরক্ষিত থাকবে। বিভাগীয় প্রার্থীদেরও অন্যান্য সাধারন প্রার্থীর ন্যায় একই শিক্ষাগত যােগ্যতা থাকতে হবে এবং একই সংগে লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। বিভাগীয় প্রার্থীর বয়স ২১/১০/ ২০২০ ইং তারিখে ৪০ (চ্লিশ) বৎসরের বেশী হলে আবেদনের অযােগ্য বলে বিবেচিত হবেন। খ) সকল অনুষদে চাকুরীরত বিভাগীয় প্রার্থী (Departmental) বলতে তাদেরকেই বুঝানাে হবে যারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে সংশিষ্ট বিভাগে এবং সুনির্দিষ্ট পদে কমপক্ষে ৩ (তিন) বহসর এবং স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে ৫(পাঁচ) বৎসর চাকুরী করিয়াছেন।
স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বলতে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল, বার্ডেম হাসপাতাল, শিশু স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতাল, হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপতাল, মা ও শিশু স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতাল (মাতুয়াইল) এবং রেলওয়ে হাসপাতাল এ ব দ বিষয়ে চাকুরীরত আছেন (যেমন- ডেন্টাল এটেনডেন্ট- ডেন্টাল কোর্সে, ল্যাবরেটরী এটেনডেন্ট ল্যাবরেটরী কোর্সে, ডার্করুম এ্যাসিসটেন্ট- রেডিওগ্রাফী কোর্সে, কমপাউডার- ফার্মেসী কোর্সে ইত্যাদি) তারাই আবেদন করতে পারবেন।
১৫. প্রত্যেক প্রার্থীকে এসএসসি সিলেবাস অনুযায়ী ১০০ (একশত) নম্বরের এক ঘন্টা লিখিত পরীক্ষায় (বাংলা- ১৫, ইংরেজী- ১৫, অংক-১৫, পদার্থ- ১৫, রসায়ন- ১৫, জীববিজ্ঞার- ১৫, সাধারন জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ- ১০ অংশ গ্রহন করতে হবে। লিখিত পরীক্ষা MCO পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং উত্তর পত্র OMR মেশিনে দেখা হবে। MATS এবং IHT উডয় ক্ষেত্রেই ভর্তি পরীক্ষার ফলাফলের সহিত এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA এর ২০ গুন যােগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ এসএসসি GPA X ২০ + লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর। কোন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
১৬. ক) অপেক্ষমান তালিকাও মেধার ভিত্তিতে অনুষদ অনুযায়ী তৈরী করা হবে। অপেক্ষমান তালিকা পরীক্ষার্থীর মেধাত্রমের উপর ভিত্তি করে করা হবে। নির্বাচিত প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে অসমর্থ হলে অপেক্ষমান তালিকা হতে ভা পুরন করা হবে। ডর্তির সময় ছাত্র ছাত্রীগনকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অধ্যক্ষের দপ্তরে অন্য দিতে হবে। মেডিকেল বাের্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত বিবেচিত হলে তার নির্বাচন বাতিল বলে গন্য হবে। কোনক্রমেই আঞ্চ অনুষদ মাইগ্রেশনের অনুমতি দেওয়া হবে না।
খ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সাময়িক ভাবে নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে ও অপেক্ষমান তালিকার ক্ষেত্রে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে। গ) ভর্তির জন্য সাময়িক ভাবে নিবাচিত তালিকা এবং অপেক্ষমান তালিকা একই সাথে প্রকাশ করা হবে।
১৭, আবেদন পত্রে যে সমস্ত তথ্য ও সনদ পত্রের উল্লেখ আছে তার মূল কপি ভর্তির সময় অবশ্যই প্রদান করতে হবে। (ক) এসএসসি অথবা সমমানের পরীক্ষা পাশের প্রমানপত্র হিসাবে প্রধান শিক্ষকের দেওয়া প্রশংসা পত্র। (খ) এসএসসি অথবা সমমানের পরীক্ষার নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট।
(গ) হ্ায়ী ঠিকানা উল্লেখপূর্বক নাগরিকত্বের সনদপত্র।
(ঘ) সদ্যভােলা পাসপাের্ট সাইজের ৪ (চার) কপি ছবি। (৩) উপজাতীয় প্রার্থীদের বেলায় জেলা প্রশাসক এবং গোত্র প্রধান স্বাক্ষরিত জেলা গোত্র ও চারিজ্রিক বৈশিষ্ট সংক্রান্ত সনদপত্র।
(চ) প্রার্থীর পিতা-মাতা/দাদা-দাদী/নানা-নানী মুক্তিযােদ্ধা হয়ে থাকলে, মুদ্তিযােদ্ধা কোটায় আবেদনত্মা যাবে। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনের স্বপক্ষে ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ মুক্তিযােদ্ধা সংসদের অধীনে তথকোলীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিষ্বাক্ষরিত সনদ
বা মুক্তিযােদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী ও সচিব স্বাক্ষরিত সনদই কেবলমাত্র বিবেচিত হবে। (মুক্তিযােদ্ধা কোটার দাবিদার সনদের সপ্তান এর ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত বিধি বিধান অনুসরণ করা হবে)।
১৮. ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্ব স্ব IHT/MATS এর অধ্যক্ষের দপ্তর হতে জানা যাবে।
১৯. ভর্তির পর সফল ছাত্র-ছাত্রীর দাখিলকৃত একাডেমিক ট্রান্সক্রিপ্ট শিক্ষাবাের্ড কর্তৃপক্ষস্বারা যাচাই করা হবে এবং উক্ত যাচাইয়ের পর কোন মিথ্যা তথ্য বের হলে প্রার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। (একাডেমিক ট্রান্সক্রিপ্ট যাচাই ফি বাবদ প্রত্যেক ভর্তিকৃত ছাত্র-ছাত্রীকে সংশিষ্ট অধ্যক্ষের বরাবয়ে ২০০/- (দুইশত) টাকা ফি (অফেরযােগ্য) প্রদান করতে হবে।)
২০, প্রচলিত কারিকুলাম অনুযায়ী কোর্স পরিচালিত হবে। সাফল্যজনকভাবে সংশ্লিষ্ট কোর্স সম্পন্নকারীর সরকারী চাকুরীতে নিয়ােগের কোন প্রকার নিশ্চয়তা বা বাধ্যবাধকতা থাকবে না এই মর্মে ভর্তি জানা মনােনীত প্রত্যেক ছাত্র- ছাত্রীকে প্রচলিত নিয়মানুযায়ী নির্ধারিত ফর্মে/ছকে মুচলেকা প্রদান করতে হবে। 2020
অধ্যাপক ডাঃ একেএম আহসান হাবিব পরিচালক,
চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
ফোনঃ-+৮৮৪৮৮১১২০০,
Email: medicaledu313@gmail.com
There is certainly a lot to learn about this issue. I like all of the points you made. Bertine Minor Seda
Real nice design and style and good articles , nothing at all else we want : D. Karolina Elliot Beaston
There’s certainly a lot to find out about this subject. I love all of the points you made. Cara Lorry Ahmed
Someone necessarily lend a hand to make significantly articles I would state. Randi Vail Decato
You are my intake , I own few blogs and sometimes run out from to post . Helen-Elizabeth Field Trisha
Like playing computer games? The Soft32 site offers free games download for users. Take advantage of the range and selection of their download games. Wilone Sanford Ola
What a material of un-ambiguity and preserveness of valuable familiarity about unpredicted emotions. Blinny Beale Poland
I have recently started a website, the information you offer on this web site has helped me greatly. Thank you for all of your time & work. Ariela Harv Aylmar
Try to increase the excitement of your blog by creating templates for your blogs. Sybilla Freddy Tom
He also has a supply of fresh, felt tipped pens because Kelly goes through an average of two after each practice. Josee Michail Gurl
Excellent, what a weblog it is! This weblog provides helpful facts to us, keep it up. Josselyn Witty Aran
Thanks for sharing your thoughts. I really appreciate your efforts and I will be waiting for your further post thank you once again. Tiffie Paige Past
Thanks so much for your AMAZING resource, you have enhanced my life over the last year! THE KITCHEN FLOOR BECOMES THE DANCE FLOOR WITH GLOBAL GROOVERS!Lots of love from London!X X X Goldi Davidson Alta
Hello there. I discovered your website by means of Google while searching for a similar subject, your website came up. It looks great. I have bookmarked it in my google bookmarks to visit then. Ardisj Shurwood Seigel
Purchase po ako ng Civil Service Exam PDF Reviewer with Answer Key sa website ninyo successful po iyong payment kasi na-charge na po ako confirmed via sms message ng bank sakin pero hindi ko madownload yung pdf file pwede po patulong? Etheline Gael Jensen
post and the rest of the site is also really good. Madelene Brok Delsman
You can do it! Just take it one day at a time and it will get easier over time. Thanks! Constantine Zacherie Glenda
I think other website proprietors should take this web site as an model, very clean and fantastic user friendly style and design, as well as the content. You are an expert in this topic! Vinny Isaac Helbon
Thanks for another great article. Where else may anyone get that kind of info in such a perfect way of writing? I have a presentation next week, and I am at the look for such information.| Harriett Berkly Grand
Excellent beat ! I wish to apprentice at the same time as you amend your website, how can i subscribe for a weblog site? The account helped me a applicable deal. I have been tiny bit familiar of this your broadcast provided brilliant transparent concept| Cathi Ozzy Darline
Everything is very open with a precise explanation of the challenges. It was definitely informative. Your site is very useful. Thank you for sharing!| Edin Travis Koenraad
Thank you very much for Good and nice Article always I m sharing your Articles with my friend and our WhatsApp Group. Vitia Padraic Risa
I must also add that I have seen some freak accidents regarding not only Catfish but Bass,and even Bluegill. Ya gotta use care when handling fish with sharp spines on them. Large fish I grab by the lip,..even Catfish. Daniella Roldan Edme
You have a few helpful ideas! Perhaps I should think of trying to do this myself. Respectfully Gwenette Victoir Alidia
Thanks for sharing your thoughts about Click here. Constantine Jere Wallas