Hosenur Rahman Hosen

কাঁচের জানলায় বৃষ্টির করাঘাত
ঝরে পড়ে নিদারুণ অভিমান,
মনের কাঁচে আলোছায়া স্মৃতির ক্ষত
ত্বরান্বিত সময়ের ঢেউ একমুখী নৌকার মতো
ভেসে ভেসে দিশাহীন, কিনারাহীন কুলের খোঁজে,
জোড়াতালি দেওয়া হাসির প্রলেপ,
মুখ দেখানো বারণ,
মুখোশের নিচে চাপা থাক মুখ
দুঃখ পাওয়া বারণ,
না বলা কথা মুখে আনা বারণ
অসহায় হাতের আঙ্গুলের ফাঁকে
আঙ্গুল খোঁজা বারণ,
বালিশ ভেজা রাতের কথা
অযথা বলা বারণ,
এক আকাশ সমুদ্রকে
মুঠো বন্দী করার অবুঝ বিদ্রোহ
আজ শত অভিমানের ক্ষত চিহ্ন
কবিতার ভাঁজে ভাঁজে গুঁজে রাখা বারণ।।